দিনাজপুরে রাজদেবোত্তর এস্টেটের পক্ষে রংপুর বিভাগীয়
কমিশনার হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদান
===================================
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে দিনাজপুরের ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে এলে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় তার সাথে ছিলেন ফায়ার সার্ভিস এর সাবেক ডিজি মোঃ সাজ্জাদ হোসেন, পঞ্চগড় জেলার ডিসি’র সহধর্মীনি, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ সাহা, দিনাজপুর সদর এসিল্যান্ড সাথী দাস, এলজিইডি’র উপ-পরিচালক মোঃ মাহাবুব-উল-করিম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা এসিল্যান্ড মোঃ মাঈদুল ইসলাম। রাজদেবোত্তর এস্টেটের পক্ষে এজেন্ট রনজিৎ কুমার সিংহ, এস্টেটের সদস্য বিশিষ্ট ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ ডাঃ ডিসি রায় তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এজেন্ট রনজিৎ কুমার সিংহ ও ডাঃ ডিসি রায় শ্রী শ্রী কান্তজিউ মন্দিরের নির্মাণ সমন্ধে ঐতিহাসিক বিষয়গুলো তুলে ধরেন। বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির চত্বরকে আরোও সুন্দর এবং পর্যটক ও ভক্তদের আগমনের আগ্রহ বৃদ্ধি কল্পে বিভিন্ন ধরণের কর্মসূচী বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন। পরে তিনি কান্তজিউ জাদুঘর পরিদর্শন করেন।