গরিব দুঃখী পথচারী মানুষের এক জন মানবতার ফেরিওয়ালা
বিকাশ দাশগুপ্ত বিশেষ প্রতিনিধিঃ
গরীব দুঃখী পথচারী মানুষের এক জন মানবতার ফেরিওয়ালা লাখ লাখ মানুষের হ্দয় তিনিই এক জন
মহানায়ক স্বীয় ব্যক্তিত্ব প্রতিভা এবং নানা মানবিক গুণ মহিমা দ্বারা অনেক মানুষের শুধু প্রিয় মুখ নয় আরো অনেক কম প্রতিভা গুনে
তাকে এমন এক স্তরে উন্নতি করে
ঘুমাসনা ঘুমাস না কেন যা সমাজ ও
দেশের বরেন্য মানুষের পাশে স্হান করতে সক্ষম হয়েছেন সৈয়দ সাইদুল হক সুমন স্যার এক জন
নীতিবান ব্যক্তি এবং মানবতার এক জন মানুষ তিনি উদার মনের মানুষ
মানবতার কারিগর ভাষায় অন্তর মম বিকৃত কর অন্তর তর হে নিমল করো উজ্জ্বল কর সুন্দর হে তার কমের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন মানুষের মাঝে সৈয়দ সাইদুল হক সুমন স্যার মানবতার ফেরিওয়ালা অঙ্গনে এক অন্যতম ব্যক্তিত্ব যিনি বহুমাত্রিক প্রতিভার অধিিকারী আমি প্রেয়সী অকুণ্ঠ চিএে তার উজ্জ্বল ভবিষ্যৎ সুমন স্যার দেশের মানুষের জন্য অনেক কাজ করবে সেটা আমাদের বিশ্বাস অবশ্য সুমন স্যার দেশের মানুষের উন্নয়ন কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এগিয়ে জান দোয়া ও ভালোবাসা অবিরাম রহিলো শুভ কামনা করি