ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত
মো: এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সমাজসেবায় গড়ব দেশ-স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে গত ০২ জানুয়ারী বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, স্বাগত বক্তা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকি, ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, উপকারভোগী আবুল খায়ের বাচ্চু প্রমুখ।