বেলকুচিতে দারুন নাজাত মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।
মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ :
নানা আয়োজন ও উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শ্যামগাঁতী- গাবগাছী বাজার সংলগ্ন সুনামধন্য ঐতিহ্যবাহী দারুণ নাজাত মডেল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দারুন নাজাত মডেল মাদ্রাসার আয়োজনে ৩০ শে ডিসেম্বর শনিবার সকালে অত্র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বেলকুচি উপজেলা ৬ নং বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপদেষ্টা, শেরনগর আহ্কামুস্ সুন্নাহ্ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ আব্বাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন তামাই ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল খালেক, বেলকুচি উপজেলা ডেসওয়া ট্রাষ্টের সভাপতি আলহাজ্ব সার্জেন্ট মোঃ আইয়ুব আলী, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার আহবায়ক মোঃ রেজাউল করিম, মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম।
অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন, হাফেজ মোঃ আল আমিন, মোঃ মনিরুল ইসলাম, শিক্ষিকা মোছাঃ লিপি খাতুন ও অত্র স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।