Saturday , 30 December 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

আগামীকাল থেকে আবার সে একেক দিন একেক গাড়ি দিবে – তৈমুর আলম খন্দকার।

প্রতিবেদক
Staff Reporter
December 30, 2023 3:39 pm

হাসান আহমেদ স্টাফ রিপোর্টার নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমিতো এখন উভয়সংকটে রয়েছি। আমি যদি এখন বলি সে এখন আমাকে সমর্থন দিয়েছে। তাহলে পল্টন অফিস থেকে তাকে বহিষ্কারের চিঠি ধরিয়ে দিবে।জেলা মহিলা দলের প্রচার সম্পাদিকা ফাতেমাকে গতকাল বহিষ্কার করে দিয়েছে। আর যদি বলি আমার ভাই আমার সঙ্গে নাই কাজ করে না, তাহলে একটা অপবাদ হবে। অতএব আপনারা তদন্ত করে দেখেন আমার ভাইসহ আত্মীয়-স্বজনরা আমার সঙ্গে আছে কিনা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ওসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ করলেন জয়া সেন গুপ্তা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ফুল ফ্যামিলি বিএনপি। বিএনপির লোক আমার সঙ্গে আছে বলেইতো, যখন আমাকে বহিষ্কার করেছে তখন মহানগর বিএনপির সেক্রেটারী এটিএম কামালকে বহিষ্কার করেছে। তবে বহিষ্কারটা সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে এটা নিয়ে প্রতিবাদ করব না। এটা সময় বলবে। বহিষ্কার করতে করতে আজকে বি-চৌধুরী দলে নেই। কর্ণেল অলি দলে নেই। ব্যারিস্টার নাজমুল হুদা দলে নেই। তানভীর আহম্মেদ সিদ্দিকি দলে নেই। হৃদয়ে রক্তক্ষরণ যা হওয়ার হবে। এটা সময় বলে দেবে। আমি জোর গলায় বলছি বিএনপি নেতাকর্মী গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। এটা অন্যায় করা হচ্ছে।

তিনি বলেন, আমি কোনো প্রতিদ্বন্দ্বীকে বড় করে দেখি না আবার কাউকে ছোট করে দেখি না। প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী, জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা। নতুন গাড়ির প্রসঙ্গে তিনি বলে, আমার ভাগিনা রেডিওয়ান শো-রুমের মালিক। তার দেওয়া একটি গাড়িতে প্রচারণা চালাই। আর আমি যেই গাড়িগুলো আনি সেগুলো ভাড়ায় আনি। আজকে আমি নিজ এলাকায় গণসংযোগ করব তাই আজকে আনতে না করেছি। আগামীকাল থেকে আবার সে একেক দিন একেক গাড়ি দিবে।

তৈমূর বলেন, নির্বাচনে টাকার প্রভাব অর্থের প্রভাব এটাও কিন্তু নির্বাচনে আচরণবিধি বর্হিভূত। এজন্য বলা আছে নির্বাচনে ২৫ লাখ টাকার বেশি কেউ খরচ করতে পারবে না। এটা নির্বাচন কমিশনের বিষয় এটা ওনারা দেখবেন। অর্থের প্রভাবমুক্ত যেন নির্বাচন হয় এগুলো দেখা উচিত। এ সময় স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তৈমূর আলম খন্দকার৷

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক  —–আফনান মামুন চৌধুরী

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক ঘটনায় দুইটি মৃতদেহ উদ্ধার।

রংপুরের পীরগাছায় ইডিসি ও এসএমসি সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার রংপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শেরপুরের ঝিনাইগাতীতে তিন সন্তানের জননীকে শ্লীলতাহানি করে রাতের অন্ধকারে হত্যার চেষ্টা

সাংবাদিক মিলনকে চাপা দিয়ে হত্যা : গ্রেফতার আহাদ এক দিনের রিমান্ডে।

সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু

ইউপি-চেয়ারম্যান মাহবুবার হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

ভেড়ামারা-মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রার্থী কামারুল আরেফিন এর পক্ষে ঐক্যমত পোষণ

সাংবাদিক মিলনকে হত্যাকারী ড্রাম ট্রাকের চালক র‌্যাবের হাতে গ্রেফতার।