মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি //
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর-২০২৩) বেলা ১১টায় নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দুলাল।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রঞ্জু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক সম্পাদক সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ এএইচ বাবলু, দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুল হক খান ও নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারন সদস্য কফিলওরা মাসুদ, মোঃ আব্দুস সাত্তারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এইচ বাবলু।