পীরগাছায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে —
মোঃহাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি —
রংপুরের পীরগাছায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কল্যাণী ইউনিয়নের নব্দীগঞ্জ বাজার বধ্যভূমিতে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পীরগাছা জেএন স্কুলে মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ প্রদর্শন শেষে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহাবুবার রহমান মাহাবুব ।উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমাজসেবা কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম আশাদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, উপজেলা আ.লীগের সভাপতি তছলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছালাম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা বিশেশ্বর চন্দ্র বর্মন, পীরগাছা থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, আনসার কর্মকর্তা ফারজানা কাদের সুমি সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় বক্তারা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও বিজয় দিবসের তাৎপর্য্য বিষয়ের উপর আলোচনা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ অর্জনকারীদের পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র বিতরণ করা হয়।