জমকালো আয়োজনে প্রকৃতি ফাইন আর্টস স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পৃর্ণ
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
কুষ্টিয়ার ভেড়ামারার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রকৃতি ফাইন আর্টস স্কুলের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল আসাদুজ্জামান জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, অভিভাবকগন সহ কমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন, প্রকৃতি ফাইন আর্টস স্কুলের পরিচালিকা আইরিন রহমান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুল হাকিম।