কুষ্টিয়া ২ (ভেড়ামারা- মিরপুর) আসনে ডাঃ মুসতানজিদ লোটাসের মনোনয়নপত্র দাখিল
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
আজ ২৯ নভেম্বর বুধবার দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর নিকট কুষ্টিয়া ২ (ভেড়ামারা- মিরপুর) সংসদীয় আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন কুষ্টিয়া বিএমএ ও নাগরিক কমিটির সভাপতি,কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সার্জন মানবিক ডাক্তার অধ্যাপক এসএম মুসতানজিদ লোটাস। এরপর বেলা ৩ টার সময় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা'র নিকট পুনরায় মনোনয়ন পত্র দাখিল করেন।
ডাঃ লোটাস'র মনোনয়নপত্র দাখিলকালে উপস্হিত ছিলেন ভেড়ামারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার উল আজীম,ডাঃ লোটাস পত্নী ডাঃ ফাতেমা আশরাফ, ফেমাস সরোয়ার্দী, এ্যাড আশরাফুল ইসলাম, বিএম নয়ন হাসান প্রমুখ।ডাঃ লোটাসের মনোনয়নপত্র দাখিলকালে উপজেলা চত্বর জনসমাগমে কানায় কানায় পরিপুর্ণ ছিলো।
মনোনয়নপত্র দাখিলের পুর্বে শত শত মোটর সাইকেল ও মাইক্রো বাস শোভাযাত্রার মাধ্যমে ডাঃ লোটাস মিরপুর ও ভেড়ামারার প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী শোডাউনে অংশ নেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাঃ লোটাস বলেন, আমি মানুষের চিকিৎসা সেবা দিয়ে থাকি।এর পাশাপাশি আমি এ ঘুণে ধরা সমাজের চিকিৎসা দিতে চাই।শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়,মিরপুর ভেড়ামারার সমাজ উন্নয়নে আমুল পরিবর্তন আনয়নের লক্ষ্য মানুষের কল্যাণের জন্য সামাজিক ও নৈতিক অবস্হার পরিবর্তন করতে চাই।তিনি আরও বলেন,অস্ত্র জমা দিলেই ট্রেনিং বিদ্যা শেষ হয়ে যায় না। সুতরাং আমার চিকিৎসা সেবা শেষ হয়ে যাবেনা।তাছাড়া মা ও শিশুর চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমি সর্বদা ভেড়ামারা মিরপুরবাসির আস্হা অর্জনে নিরন্তর কাজ করে যাবো।আর এ জন্যে তিনি উভয় উপজেলার সর্বস্তরের সম্মানিত ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
চেয়ারম্যান মো:মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক: মনজুর আলম সরকার
Design and Development by www.itcaresbd.com