প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৩, ৬:৪৬ পি.এম
– কল্পনায় ভালোবাসা—

--- কল্পনায় ভালোবাসা---
তাসমিয়া মিম--
তুমি নেই তবুও আমি খুশি,
কারন কল্পনায় তোমায় আমি অনেক ভালোবাসি,,!
তোমার হাসিটা মোর রিদয়ে জ্বলে বাতী,
তুমিই আমার চাঁদ তুমি আমার জীবন সাথী,,!
তোমার ইচ্ছে গুলো মনের বিতর কথা বলে,
তুমায় কাছে চাই ছলে বলে কত কৌশলে,!
তবুও পারিনি যেতে তুমার কাছে শত চেশ্টার পরে,
কারন আমি আছি দূর থেকে বহু দূরে,,!
তুমি দুখ করোনা আমিি থাকবো তুমার পাশে,
তুমি ভালোবাসো আমায় আমি রয়ে জাবো চিরোপাশে,!
তুমি হেসে দাও আমিও হাসবো তুমার কলপনাতে,,
তুমি কি জানো মায়াবিনি এই মন চায় তুমায় কাছে পেতে,!
চেয়ারম্যান মো:মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক: মনজুর আলম সরকার
Design and Development by www.itcaresbd.com