বিকাশ দাশগুপ্তঃ বিশেষ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে শিক্ষা থীর প্রাণ হারালো সড়কে দূঘটনায় ঠাকুরগাঁও য়ে সড়ক দূঘটনায় বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষাথী ফারুক হোসেন ( ১৩ ) মৃত্যু ও আরো ৩ জন গুরুতর আহত হয়েছে নিহত ফারুক হোসেন সদর৷ উপজেলার বালিয়া ইউনিয়নের উওর আরাজী গোপাল পুরের শুক্কু আলী ছেলে প্রত্যক্ষদশী ও পুলিশ জানায় বৃহস্পতিবার ( ২৩ ) নভেম্বর দুপুর ১২ টার দিকে ভূল্লী থেকে গড়েয়া রোডে তুরুকপথা নামক স্হনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘষ হয় এসময় একটি মোটরসাইকেলের চালক স্কুল ছাএ ফারুক ঘটনা স্হলে মারা যান এবং আরেকটি মোটরসাইকেলের তিন জন আরোহী আহত হয পরে তাদের আধুনিক সদর হাসপাতালে ভতি রয়েছে এদিকে স্কুল ছাএের মৃত্যুতে তার পরিবার এবং আতিয় সজন শোকের ছায়া নেমেছে সকালে এলাকা বাসি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাএের নিহতের ঘটনায় ভূল্লী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে দু’ঘন্টা টিক আমাদের দু’ঘন্টার থেকে অনেক মানুষ আছে দু’ঘন্টার হয়েছে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারায় পতি দিন ধরে দু’ঘন্টায় মারা যায় এগিয়ে আসুন সবাই মিলে আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি