পীরগাছা রিপোর্টার্স ক্লাব পিআরসি,র নতুন কমিটি ঘোষণা
সভাপতি একরামুল ইসলাম ,সাধারন সম্পাদক রাজীব মুন্সী–
পীরগাছা ( রংপুর )
প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় রিপোর্টার্স ক্লাব (পিআরসি )নতুন কমিটি ঘোষনা করা হয়েছে, ২২ শে নভেম্বর (বুধবার) পীরগাছা থানার সামনে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ীর কার্যালয়ে আগামী তিন বছরের জন্য সকল সদস্যের উপস্থিতিতে সাধারন সভায় সিদ্ধান্ত করে যুগান্তররে সাংবাদিক একরামুল ইসলাম কে সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক রাজীব মুন্সী সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৮ সদস্য কমিটির ঘোষণা করা হয় । কমিটির অন্য সদস্য মোস্তাক আহম্মেদ বাবু সিটিজি ক্রাইম সাংগঠনিক সম্পাদক , আলমগীর হোসেন কালবেলা সহ সভাপতি , মনজুরুল ইসলাম মিলন বাংলাদেশ বুলেটিন কোষাধ্যক্ষ ,হাবিবুর রহমান হাবিব আলোকিত পত্রিকা যুগ্ম সাধারন সম্পাদক ,আহসান হাবিব আমাদের বার্তা প্রচার সম্পাদক ,শাহ আলম সিদ্দিক দেশবন্ধু টিভি দপ্তর সম্পাদক , শারেখ খন্দকার জয় দৈনিক সাহসী কন্ঠ, এছাড়াও কার্যনির্বাহী সদস্য আবু ছায়েদ বঙ্গ টিভি , জমির উদ্দিন দৈনিক ভোরের আওয়াজ , রবিউল ইসলাস রবি দৈনিক লিখনী , আবির হোসেন দৈনিক চিত্র , জাহাঙ্গীর হোসেন দৈনিক স্বদেশ চিত্র, মোঃ আসাদুল ইসলাম দৈনিক আখিরা , ফুয়াদ শাহরিয়া ৭১ বাংলা টিভি , তারিকুল ইসলাম রাকিব রংপুর নিউজ কে সাধারন সদস্য হিসাবে নির্বাচিত করা হয় সম্পূর্ন কমিটি আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানানো হয় ।