শার্শায় দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
ইকরামুল ইসলামঃ বেনাপোল প্রতিনিধিঃ
শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানে যশোরের শার্শা উপজেলার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নে ২২৪ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের দিকে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করা হয়।
এসময় বাহাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, আমার ইউনিয়নের পক্ষ থেকে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির অধিনে (৬৭২০ কেজি) চাল বিতরণ করা হয়েছে।