দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঢাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আশেপাশের এলাকার রাস্তাগুলোর যানজট একটু বেড়েছে
বিকাশ দাশগুপ্তঃ বিশেষ প্রতিনিধিঃ
আজ দুপুরে হাইকোর্ট মাজার গেটের থেকে সচিবালয় রোড অনেকটাই যানজট সচিবালয় পুরানো পল্টন প্রেসক্লাব বাইতুল মেকাররম বাংলাদেশ জাতীয় মসজিদ এবং গুলিস্তান জিরো পয়েন্টে জজ কোটরাস্তা হইতে গুলিস্তান এক দের কিলোমিটারের মধ্যে গাড়ি-ঘোড়া যাম জট বেড়ে গেছে গত শনিবার থেকে যে হত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় দলীয় অফিস সেই জন্য একটু যাম জট বেড়েছে কারণ বিভিন্ন জেলার উপজেলার প্রথীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবং মননয় ফরম সংগ্রহ কেনার জন্য আসেন এবং দূরদূরান্ত থেকে সেই কারণে আগের চাইতে যাম জট একটু বেড়েছে অবরোধ নেই বললে চলে কারণ নির্বাচনী ব্যস্ততা বেড়ে গেছে গুলিস্তানএলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও যুব লীগ স্বাস্থ্য সেবক লীগ শ্রমি লীগ কৃষক লীগ৷ তাঁতী লীগ ছাত্রলীগ মৎস লীগ সকল নেতা কর্মীরা সেই কারণে রাস্তার ব্যস্ততা যাম জট গাড়ির পেরে গেছে রাস্তা পারাপার কষ্ট হয়ে যাচ্ছে মানুষের যাক কষ্ট হলেও দেশে শান্তি ফিরে আসো আগামী বছরে বছরে শান্তি যেন ফিরে আসে সেই কামনা করি