বাষিক সাধারণ – ২০২৩ ১৮ নভেম্বর আজ শনিবার সাধারণ সম্পাদকের প্রতিবেদন মহানগর সাবজনীন পূজা কমিটি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় কালী মন্দির মেলাঙ্গন।
বিকাশ দাশগুপ্তঃ বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা সম্মানিত সভাপতি প্রিয় সদস্য বৃন্দ নমস্কার মহানগর সাবজনীন পূজা কমিটির বাষিক সাধারণ সভায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ১৯৭৫ সালের ১৫ আগস্টে বিয়োগান্তক ঘটনার পরবর্তী সময়ে সংবিধানের ধূম নিরপেক্ষ তা বাতিল সহ সাম্প্রদায়িক শওির উখানের পটভূমিতে উদ্বিগ্ন ধমীয় সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার স্বাথে এবং প্রতিবাদ ও প্রতিরোধে তাদের ্ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৭৮ সালে মহানগর সাবজনীন পূজা কমিটি একটি অরাজনৈতিক ধমীয় ও সামাজিক সংগঠন হিসাবে আত্নপ্রকাশ করে এরই ধারাবাহিকতায় সারাদেশে বৃহওর পরিসরে পুজো আঙ্গিকে প্রতিবাদের ধারাকে সম্প্রসারিত করার লক্ষ্যে ১৯৮২ সালে জম্ম লাভ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হয় বলতে গেলে অনেক কিছু বলার আছে অতটুকুতেই সমাপ্ত করে দিলাম উও্ু অনুষ্ঠানে সভাপতি সাধারণ সম্পাদক আজীবন সদস্য মহানগর সদস্য সকল ভওবৃন্দ সদস্য বিন্দু কে জানাই বাবু বিকাশ দাশ গুপ্ত উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ঢাকেশ্বরী কালী মন্দির উদয়াপন কমিটি ঢাকা