পীরগাছায় ৯১ বিজনেস ক্লাবের আয়োজনে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে –
মোঃহাবিবুর রহমান হাবিব রংপুর(পীরগাছা) প্রতিনিধি —
রংপুরের পীরগাছায় ৯১ বিজনেস ক্লাবের আয়োজনে গরিব অসহায়দের মাঝে প্রায় এক হাজার পরিবার ও মাদ্রসার এতিম ছাত্রদের মাঝে শীতের বস্ত্র কম্বল বিতরন করা হয় । পীরগাছা জে এন উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ সালের এস এস সি ব্যাচের সংগঠন ৯১ বিজনেস ক্লাব লিমিটেডের আয়োজনে পীরগাছা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে এক হাজার কম্বল বিতরন করা হয় । আজ শুক্রবার পীরগাছা আব্দুল করিম শিক্ষা নিকেতনে গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯১ বিজনেস ক্লাবের জেনারেল সেক্রেটারী মামুন রেজা রিপন , এডমিন মেনহাজ আহম্মেদ, এডমিন ফাহমিদা আফরোজ জাহান , সহ পীরগাছার বন্ধু নুরুল আমিন বুলেট , মামুন, আতিয়ার রহমান, এলিজা আফরোজ, রবিউল ইসলাম, আক্তারুজ্জামান রিপন, আশিকুর রহমান, জাহাঙ্গীর আলম, মোকছেদুল ইসলাম মিলন, প্রমূখ। সকল বন্ধুরা মিলে প্রতিবছর বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে বলে জানান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পীরগাছা বাজারের বিশিষ্ঠ ব্যাবসায়ী আব্দুর রউফ, পরে দামুরচাকলা বাজার হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাঝে কম্বল বিতরন করা হয়।