একদন রিকশাওয়ালাকে পুলিশের মানবতার সেবা
বিকাশ দাশগুপ্তঃবিশেষ প্রতিনিধিঃ
আজ দুপুরে বেলা ২ ঘটিকার সময় একটি রিক্সা চালকের গাড়িতে সিএনজি সংঘর্ষ হয়েছে এখানে রিক্সা চালকের হাতে কপালে আঘাত হয় ওই অবস্থায় কিছু পুলিশ ভাইয়েরা উনাকে বাতাস দিচ্ছে এবং সহযোগিতা করেছেন তখন পুলিশ বলেন আপনার বাড়ি কোথায় রিক্সা চালক বলেন উনার বাড়ি নেএকোনা তখন পুলিশ ভাইয়ের উনাকে বাতাস যাওয়ার জন্য এবং পোঁছানোর জন্য ব্যবস্হা করেছেন ফকিরাপুল দক্ষিণ সিটির ঢাকা পানির ট্যাঙ্গের একটু আগে ঘটনাটা হয়।
ওই অবস্হায় রিক্সা চালকের বাসায় যোগাযোগ করেন ওই সময় ফ্যামিলির সাথে ফোনে কথা হয় পল্টন থানার ওসি যোগাযোগ করে বাসায় পোঁছানোর জন্য ব্যবস্হা করে দিয়েছেনএখনো মানবতার পুলিশ ভাই একজন মানুষ হিসেবে ওনাকে দায়িত্ব পালন করছেন মানবতার পুলিশ এবং মানুষ