শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শান্তি মিছিল
বিকাশ দাশ গুপ্তঃ বিশেষ প্রতিনিধিঃ
আজ দুপুর ১২ ঘটিকায় গুলিস্থান এলাকা থেকে অবরোধকালে আজকে বিএনপি’র বিরুদ্ধে সড়কে আন্দোলনের জন্য শান্তি চাই বলেন শ্রমিক লীগ শেখ হাসিনা সরকার, বাড় বাড় দরকার। উন্নয়নের সরকার, পদ্মা সেতুর সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল এর সরকার, এই সরকার দরকার। কক্সবাজার রেল উদ্বোধন সরকার, বারবার দরকার। শ্রমিকলীগ আরো মিছিলের মাধ্যমে বলেন, আমরা মাঠে আছি, মাঠে থাকবো। এই শান্তি মিছিল গুলিস্থান থেকে পল্টন মোড় হয়ে কাকরাইল এর দিকে শান্তি মিছিল নিয়ে যায়।