ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হয়েছে যুবলীগ।
আজ শনিবার সন্ধ্যারপর সাতবাড়ীয়াস্থ যুবলীগের কার্যালয়ে ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি
বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজের নেতৃত্বে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।