প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৩, ৫:২৬ পি.এম
নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্তের পক্ষ থেকে মশারি বিতরণ করা হয়েছে।

নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্তের পক্ষ থেকে মশারি বিতরণ করা হয়েছে।
-
নিঃজস্ব প্রতিবেদনঃ
এসময় উপস্থিত ছিলেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম হেলাল, সহ নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ।
বিকাশ দাশ গুপ্ত বলেন, নিসচা প্রতিষ্টাতা,চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের সহধর্মীনি জাহানারা কাঞ্চন এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়ে ছিলেন ২২ অক্টোবর ১৯৯৩ সালে। তাঁর মৃত্যু পর থেকে শুরু হয় নিরাপদ সড়ক চাই আন্দোলন। দেশে বিদেশে প্রায় ১২০টি শাখা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে কাজ করছে। তারই ধারাবাহিকতায় জাহানারা কাঞ্চনের ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমানোর লক্ষে মশারি বিতরণ করা হচ্ছে। নিসচা প্রতিষ্টাতা,চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সবাই ওনার জন্য দোয়া ও আশিবাদ করবেন মহান সৃষ্টি কর্তা যেন তাঁকে শতবছর আয়ু দান করেন,যেন তিনি মানুষের জন্য আরো বেশি কাজ করা সুযোগ পায় এ কামনা করছি। আমাদের নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা উদ্যোগে ট্রাফিক সপ্তাহ পালন,জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করছে। তাঁদের জন্য সবাই দোয়া করবেন।
চেয়ারম্যান মো:মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক: মনজুর আলম সরকার
Design and Development by www.itcaresbd.com