Saturday , 4 November 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

লালমনিরহাটে স্বামীর বহুবিবাহ আটকাতে গিয়ে হামলার শিকার মা ও মেয়ে।

প্রতিবেদক
Staff Reporter
November 4, 2023 5:53 pm

 

মাটি মামুন রংপুর।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা ধিন চলবালা ইউনিয়নের জোড়া গাছ গোড়ল এলাকায় স্বামীর বহুবিবাহ আটকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভুক্তভোগী স্ত্রী আলো মনি (২২) ও তার মা লাভলি বেগম।
সরেজমিন ও এজাহার সূত্রে জানা যায়।
লালমনিরহাট আদিতমারী থানা ধিন পলাশী ইউনিয়নের
আশরাফুল ইসলাম এর মেয়ে আলো মনি (২২) এর সাথে কালীগঞ্জ থানা জোড়া গাছ গোড়ল নামক গ্রামের
জোবেদ আলী পুত্র রাজু আহমেদ এর ০৪ বছর পূর্বে
ইসলামী শরিয়ত মোতাবেক রেজিঃ কাবিননামা মূলে বিবাহ হয় ভুক্তভোগী আলো মনির।
ঘর সংসার করাকালে তার গর্বে একটি ছেলে সন্তান জন্ম গ্রহন করে,যার নাম আহাদ বাবু (০২) বিয়ের পর থেকে তার স্বামী যৌতুকের দাবীতে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করিত বহুবার স্থানীয় ভাবে শালিস বৈঠক হয়েছে।
তারপরও তাকে শারীরীক ও মানসিকভাবে নির্যাতন করে কোলের শিশু সন্তান টি কে আটকে রাখিয়া
তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
এমতবস্থায় ঘটনার দিন-০৩/১১/২০২৩ ইং তারিক বিকাল ৩.টার সময় আলো মনি কে তার স্বামী রাজু আহমেদ মোবাইল ফোনে জানায় সে নাকি ২য় বিয়ে
করিবে এবং আরো বলে যে,আজ সংসার করার জন্য তাহার বাড়িতে না গেলে সে ২য় বিবাহ করিবে।
এই কথা শুনে তৎক্ষণীত আলো মনি ও তার মা লাভলি বেগম কে সঙ্গে নিয়ে তার স্বামীর বাড়িতে যায় এবং তার স্বামী দেখা পেয়ে ২য় বিবাহের কারণ জানিতে চাইলে তার প্রতি চড়াও হয়ে এলোপাতারি ড্যাং মাইর শুরু করে। এরুপ অবস্থা দেখিয়া তার মা লাভলি বেগম আগাইয়া আসিলে তাকেও মার ড্যাং করে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় জনতা জাতীয় হেল্পলাইন ৯৯৯ এ ফোন দিলে সংশ্লিষ্ট কালীগঞ্জ থানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে স্বাক্ষী উপস্থিতিতে তাদের কে
উদ্ধার করে অটোরিকশা যোগে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করেন।
বর্তমানে তারা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ধিন অবস্থা আছেন ভর্তি রেজি নং-১৪৯৩৫/৪১ বেড নং X-২৩ মা লাভলি বেগমের ভর্তি রেজি নং ১৪৯৩৪/৪০ বেড নং- X-২২, তাং-০৩/১১/২০২৩।
এবিষয়ে ভুক্তভোগী আলো মনির বাবা আশরাফুল ইসলাম এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন এবং আলো মনি বাদিনী হয়ে রাজু আহমেদ (২৫) পিতা- মোঃ জোবেদ আলী, ০২। মোঃ জোবেদ আলী
(8) জাবেদ আলী (৪৫), ০৪ মোঃ মালেক মিয়া (৫০),
সর্ব পিতা-মৃতঃ হ্যালো মিয়া। ০৫। মোঃ
মনছুর আলী (৩০), পিতা-মৃতঃ অবর উদ্দিন ০৬। মোছাঃ রুজিনা বেগম (৪০), স্বামীঃ মোঃ জোবেদ আলী,
০৭। লাইজু বেগম (২৫), স্বামী-মোঃ রিপন মিয়া, সাং- বারাজান, ইউপি-চলবলা, থানা-কালীগঞ্জ, জেলা-
লালমনিরহাট এর বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ডিসির নাম ভাঙ্গিয়ে দেহ রক্ষীর বিরুদ্ধ চাঁদাবাজি ও ভয় ভীতির অভিযোগ-জেলা প্রশাসক ও সিএমপি পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা

রুনা লায়লার প্রশংসায় পঞ্চমুখ এইচ.এম আলাউদ্দিন——-

বেনাপোলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় কিশোরের মৃত্যু

যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদেরকে মোকাবেলা করবে যুবসমাজ-কৃষিমন্ত্রী

হুজুর,হরযত মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবের বিদায়ী সংরর্ধনা।

চট্রগ্রামের কথিত সাংবাদিক জুনায়েদ হাসানের বিরুদ্ধে নারীর দুই জিডি।

উপজেলা পরিষদ নির্বাচন : ভোট কেন্দ্রের নিরাপত্তা থাকবে ৬৪৮ জন আনসার সদস্য।

চট্টগ্রাম বিভাগে যারা মনোনয়ন পেলেন আওয়ামী লীগের 

ডিএনসি_হবিগঞ্জ মাদকবিরোধী_মোবাইল_কোর্ট _অভিযান।

পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিআঘাতে দশম শ্রেনীর এক শিক্ষার্থী আহত হয়েছেন।