মনজুর সরকারঃ
গাজীপুর মহানগর বাসন থানাধীন ১৪ নং ওয়ার্ডের আদে পাশা মহল্লার প্রফেসার মার্কেটে দীর্ঘদিন যাবত শাহাদাত নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি কোন প্রকার লাইসেন্সবিহীন এমনকি ট্রেড লাইসেন্সবিহীন ওয়ার্কশপের ব্যবসা দেখিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ বাংলা অটো রিক্সা ইজিবাইক তৈরি করে আসছে। এই ইজি বাইক ও অটো রিক্সা থ্রি হুইলার তিন চাকা বিশিষ্ট যানবাহন মহা সড়কে চলাচল ও তৈরি করা নিসিদ্ধ করেছে মহামান্য হাইকোর্ট। বিভিন্ন মহল্লার ওয়ার্সকসপ গুলোতে তৈরি করা হচ্ছে এই অবৈধ অটোরিকশা ও ইজিবাইক। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন অবিলম্বে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই অবৈধ অটোরিক্সা,, ইজি বাইক তৈরি করা বন্ধ করা হয়।