ভেড়ামারার বাহাদুপুরে ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বিজেএম ফুটবল মাঠে আজ ২৭ অক্টোবর শুক্রবার ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৩’ র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন বিএমএ ও নাগরিক কমিটি কুষ্টিয়ার সভাপতি, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন আরোহী’র চেয়ারম্যান বিশিষ্ট সার্জন অধ্যাপক ডাক্তার এসএম মুসতানজিদ লোটাস,বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, খেলা অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সোহেল রানা পবন।টান টান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর এ খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় পর্বর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়।খেলায় মালিপাড়া ওয়ারিয়স রায়টা লাইন্স ক্লাবকে পরাজিত করে শিরোপা জয়ী হন।