Wednesday , 20 September 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

বাবার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছেলের অভিযোগ

প্রতিবেদক
Staff Reporter
September 20, 2023 10:54 am

বাবার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছেলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদঃ

গাজীপুরের পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কার্যালয়, জেলা প্রশাসক ও গাজীপুর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন তারই বড় ছেলে হাসানুর রহমান রাসেল। অভিযোগে তিনি তার দুই ভাই মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজিব ও হোসাইনুর রহমান রুবেলের নামও উল্লেখ করেছেন।
অভিযোগে হাসানুর রহমান রাসেল উল্লেখ করেছেন, ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে পুবাইল এলাকায় জমি দখলসহ নানা অপকর্ম করে আসছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ ও তার দুই ছেলে। এসব বিষয় জানতে পেরে বড় ছেলে রাসেল তাদের বাধা দিলে তার উপর শুরু হয় শারিরীক ও মানসিক নির্যাতন। বাবা আজিজুর রহনান শিরিষের নির্দেশে একাধিক বার জোরপূর্বক মাদকসেবী বানিয়ে রিহ্যাবে ভর্তি করায় ছোট ভাই রাজিব ও রুবেল। পরে বিভিন্ন ইনজেকশন দিয়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়। নানা অপবাদ দিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলানো হচ্ছে। এছাড়াও স্ত্রী সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেছেন অভিযোগকারী।
হাসানুর রহমান রাসেল বলেন, ‌‌আমার প্রথম স্ত্রী আমার সংসার ছেড়ে গেছেন। আমার দুই ভাইও প্রতিনিয়ত মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে আমাকে এলাকা ছেড়ে যাওয়ার ভয় দেখাচ্ছেন। আমি একটি মাদরাসা চালাই। তারা আমাকে প্রতিনিয়ত মাদকসেবী প্রমাণ করতে চাচ্ছেন। কয়েকবার রিহ্যাবেও দিয়েছেন। অন্যায় এবং তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই এমনটা করা হচ্ছে আমার সঙ্গে। এজন্য আমি প্রধানমন্ত্রী কার্যালয়, ডিসি অফিস ও পুলিশ কমিশনার কার্যালয়ে অভিযোগ দিয়েছি। আমি নিরাপত্তা চাই, নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে অভিযোগকারীর বাবা ও পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ বলেন, ‌সব অভিযোগ মিথ্যা। আমার বড় ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে কাউকে মানে না। আমরা তাকে তিনবার রিহ্যাব সেন্টারে পাঠিয়েছি। সেখান থেকে বের হয়ে সে আবারও উল্টো-পাল্টা কাজ শুরু করেছে। যেহেতু প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিযোগ দিয়েছে আমরাও চাই সুষ্ঠু তদন্ত হোক।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ভুয়া বিবাদী সাজিয়ে কোর্টে প্রেরণ প্রতারণা মামলায় নাজমুল হুদা জেল হাজতে।

বৈশাখ।

আসন্ন ভেড়ামারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ আনুষ্ঠিত হবে ৮ ই মার্চ

দিনাজপুর জেলার অস্বচ্ছল আহত ও অসমর্থক ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এডিসি সার্বিক।

গাজীপুরে যৌতুকের দাবিতে সংসার ভেঙে দিল প্রতারক মাজাহারুল।

পীরগাছায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত।

সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে টাকা দাবি, পরে জেল-জরিমানা।

শার্শায় পূর্বশত্রুতা জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা।

একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের কার্যকরী কমিটি গঠন।

বেনাপোলে দেশের বিভিন্ন মিডিয়া ভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন ।