Sunday , 17 September 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

গাজীপুরে মাদকদ্রব্য আইস উদ্ধার, আটক ২

প্রতিবেদক
Staff Reporter
September 17, 2023 12:58 pm

গাজীপুরে মাদকদ্রব্য আইস উদ্ধার, আটক ২

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য আইস সহ ২ জনকে আটক করে।

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) ২০২৩ইং গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন টেক কাথোরা (বাঁশবাড়ী) এলাকায় গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর), জিএমপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫০০ (পাঁচশত) গ্রাম ক্ষুদ্র ক্ষুদ্র চিনি সদৃশ মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইস উদ্ধার করে ও ২ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জিএমপি গোয়েন্দা সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানান গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (উত্তর) উপ-পুলিশ কমিশনার মোঃ কামাল হোসেন।

তিনি জানান গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ উত্তর এর একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক জামান এর নেতৃত্বে গাজীপুর মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় এক গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর ২৩ইং শনিবার বিকাল সাড়ে তিনটায় জিএমপি সদর থানাধীন টেক কাথোৱা (বাঁশবাড়ী) এলাকায় মোঃ মোশারফ এর বাড়ীর সামনে থেকে দুইজনকে আটক করে এবং তাদের কাছে থাকা ৫ শত গ্রাম ক্ষুদ্র ক্ষুদ্র চিনির দানার মত মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইস মাদকদ্রব্য সহ ২ জনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃত আসামীরা হলেন গাজীপুর মহানগর সদর থানাধীন বাউপাড়া ( মন্ডল মার্কেট সংলগ্ন) মৃত বাদল খানের ছেলে সোহাগ খান (২৮), ও গাজীপুর মহানগর সদর থানাধীন টেক কাথোরা (বাঁশবাড়ী) মৃত কুরবান আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন (৪৪)

আসামীদের জিজ্ঞেসবাদে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারেন যে উদ্ধারকৃত ক্ষুদ্র ক্ষুদ্র চিনির দানার মত এসব মাদকদ্রব্য মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত আইস মাদকদ্রব্যগুলো চোরাচালান চক্রের নিকট থেকে তারা সংগ্রহ করে নিজেদের কাছে রেখে এলাকায় খুচরা বিক্রি করেন। এসব আইস মাদকদ্রব্য কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকা থেকে সংগ্রহ করে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি

টাঙ্গাইলে আওয়ামীলীগের আটটি আসনের এমপি প্রার্থী এবং কর্মীসমর্থকদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

১৩ জুয়ারীকে আটক করে রাজীবপুর থানা পুলিশ।

বাবা-মা তোমরা ভালো থেকো, আর কোনোদিন বিরক্ত করবো না – এইচএসসি পরীক্ষার্থী।

রংপুরের তারাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩০ মিনিট মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।

ত্রিশালে ফিলিং স্টেশনের মালিকানা নিয়ে দুই সহদরের দন্দ

দিনাজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি ভস্মীভূত হয়ে প্রায়। ২০লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

গাজীপুর মহানগর সালনা দেশি পাড়া জোরপূর্বক ভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

ভোলাহাটে কৃষকলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত