প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৩, ৬:০৯ পি.এম
গাজীপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহীমকে গ্রেফতার করেছে র্যাব-১

গাজীপুর প্রতিনিধি
জিএমপি টঙ্গীপূর্ব থানাধীন জামতলা উত্তরপাড়া গাজীপুরা এলাকা হতে ০৪(বোতল) বিদেশী মদ এবং ৮০(আশি) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন জামতলা উত্তরপাড়া গাজীপুরা এলাকায় কতিপয় লোক মাদক ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার এবং স্কোয়াড কমান্ডার এর নেতৃত্বে জিএমপি গাজীপুর পূর্ব থানাাধীন জামতলা উত্তরপাড়া গাজীপুরা (সুরুজ ব্যপারী রোড) সাকিন কৌশিক হেয়ার কাটিং সেলুন এর নিকটবর্তী অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী মোঃ ইব্রাহীম (৪৫), পিতা হাজী নুরুল ইসলামকে ০৪(চার) বোতল বিদেশী মদ ও ৮০(আশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় খুচরা/পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চেয়ারম্যান মো:মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক: মনজুর আলম সরকার
Design and Development by www.itcaresbd.com