Wednesday , 23 August 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুরে ব্যবসায়ী কোন্দলের জেরে কামরুজ্জামান এর উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রতিবেদক
Staff Reporter
August 23, 2023 7:17 pm

মাটি মামুন রংপুর:-

রংপুরে ব্যবসায়ী কোন্দলের জেরে কামরুজ্জামান এর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। গতকাল ২২শে আগস্ট মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর ধাপ এলাকায় ব্রেইন এন্ড মাইন্ড হসপিটালের বিপরীতে মিলনের বাড়ির গলিতে রহিদুলের নির্দেশে তার ভারাটে সন্ত্রাসী বাহিনী হামলা চালায় কামরুজ্জামান নিরাশার উপর।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থসার্জারী ৩১নং ওয়ার্ডে চিকিৎসা ধিন অবস্থা আছেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়। হেলথ সিটি স্পেশালাইটিস হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘ তিন বছর ধরে ব্যবসা করে

আসছেন ৫ জন ব্যবসায়ী পাটর্নার ১।মোঃ রাহিদুল ইসলাম (৩৮), পিতা মোঃ আনিছুল ইসলাম, সাং মকিমপুর, থানা- পীরগঞ্জ রংপুর ২। মোঃ খাদেমুল ইসলাম (৪৫), পিতা- আজিজুল ইসলাম, সাং পরিবাঝাড়, থানা-পীরগাছা রংপুর ৩। মোঃ মাসুদ (৪০), পিতা- রোস্তম আলী, সাংপ্রজাপাড়া, সাং- পীরগঞ্জ রংপুর। ৪। মোঃ মাহমুদ সরকার (৪৮), পিতা- মান্নান। ৫। মোঃ কামরুজ্জামান (৪৫), পিতা-মৃত গোলজার রংপুর মেডিকেল পূর্বগেট রংপুর মিলে।

ব্যবসায় গড়মিল দেখে কামরুজ্জামান তার ব্যবসায়ী পাটর্নার ও স্থানীয়রা মিলে বেশ কয়েক বার শালিস করেন এবং তাদের বিরুদ্ধে মামলাও করেন যার সিআর নং-১৪৩/২৩, দায়রা-১১৯১/২৩ এবং মিছ পিটিশন নং-৪০২/২৩। ঘটনার ৪ দিন আগে ১৯/০৮/২০২৩ তারিখ বিবাদীদের বিরুদ্ধে আদালতে ৭ ধারা অভিযোগ করেন কামরুজ্জামান।

এরি ধারাবাহিকতায় গতকাল ২২শে আগস্ট মঙ্গলবার দুপুরে ব্রেইন এন্ড মাইন্ড হসপিটালের বিপরীতে মিলনের বাড়ির গলিতে রহিদুলের নির্দেশে ১০/থেকে ১৫ জন সন্ত্রাসী কামরুজ্জামান কে তার হসপিটাল থেকে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে ও তার পকেটে থাকা নগত ৪৭,৫০০/ টাকা বাহিরকরে নেয়। এবিষয়ে কামরুজ্জামান এর ছোট ভাই রাসেল সাংবাদিক দের বলেন আমার বড় ভাই কে হত্যার উদ্দেশে মারধর করেন। আমি আইনের সু দৃষ্টি কামনা করে আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। এখবর লেখা প্রযর্ন্ত রংপুর মেট্রো কোতোয়ালি থানায় কামরুজ্জামান বাদী হয়ে ৪ জনের নামে অভিযোগ দায়ের করেন।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দৌলতপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল উদ্ধার

ধনবাড়ীতে কৃষকের ধান ঘরে তুলতে ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা শাখা চট্টগ্রাম, জয় দাস গুপ্ত, আহবায়ক।

আগামী ৩০ শে জুলাই ২০২৩, রোজ রবিবার ‘দৈনিক দিন প্রতিদিন’ পত্রিকা ১০ম বছরে পদার্পণ।

রংপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, অতঃপর গলায় ফাঁস দিলো স্বামী।

রাজশাহীর চারঘাটে মিনিস্টার কাপ মিনি ফুটবল ২০২৩-২৪ইং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

বালিয়াডাঙ্গীতে ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ২০কেজি করে চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান মোঃ আকালু।

রংপুর নজিরেরহাট নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন করান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুরে ভুয়া বিবাদী সাজিয়ে কোর্টে প্রেরণ প্রতারণা মামলায় নাজমুল হুদা জেল হাজতে।

কাউনিয়া উপজেলায় লাম্পি রোগ নিয়ে বিপাকে খামারী।