প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৩, ২:২৫ এ.এম
১৩ জুয়ারীকে আটক করে রাজীবপুর থানা পুলিশ।

রাজীবপুর প্রতিনিধিঃ-
কুড়িগ্রাম জেলার রাজীবপুরে
ইং ১৯/৮/২০২৩খ্রি: তারিখ চর রাজীবপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও অভিযান ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিক্তিতে বালিয়ামারী আদর্শ গ্রামস্হ পলাতক আসামি মোঃ জাকির হোসেন এর বসত ঘরের ভিতরে থেকে জুয়াখেলা।
স্হানীয় সাক্ষীদের উপস্থিতিতে জুয়া সামগ্রীসহ আসামি ১। মোঃ সোহরাব হোসেন (২২),২। মোঃ নয়ন ইসলাম (৩২),৩।মোঃ মিজানুর রহমান(২৮),৪। মোঃ নুর নবী(৩৫),৫। মোঃ এরশাদুল হক(৩০),৬। মোঃ খোকন মিয়া(২১),৭।মোঃ শাকিল খান(২৩),৮।মোঃ নুরু মিয়া(৩০),৯। মোঃ শুকুর আলী(২৬),১০।মোঃ জালেফ মিয়া(২৩),১১। মোঃ মাইদুল ইসলাম (২৮),১২। মোঃ রাশেদুল ইসলাম (২৩),১৩। মোঃ তাজুল ইসলাম (৩০)কে গ্রেফতার করা হয়। পলাতক আসামি মোঃ জাকির হোসেন সহ উপরোক্ত আসামীদের বিরুদ্ধে চর রাজীবপুর থানার মামলা নং ৩/৩০,তাং ২০/৮/২৩ ইং ধারাঃ ৩/৪ প্রকাশ্য জুয়া আইন১৮৬৭ রুজু করা হয়।
রাজীবপুর থানার অফিসার ইনর্চাজ মোজাহারুল ইসলাম বলেন আসামিদের কুড়িগ্রাম জেলে প্রেরণ করা হয়েছে, তিনি এক প্রশ্নের উত্তরে আরো বলেন এলাকায় কোন প্রকার জুয়া মদ ইয়াবা ব্যবসায়ী বাল্যবিবাহ সহ নানা ধরনের অপরাধের সাথে যারাই থাকুক না কেন এদের দমন করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে রাজীবপুর থানার পুলিশ অফিসার ও সদস্যরা।
চেয়ারম্যান মো:মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক: মনজুর আলম সরকার
Design and Development by www.itcaresbd.com