Sunday , 20 August 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতরে যুবকের রক্তাক্ত মরদেহ।

প্রতিবেদক
Staff Reporter
August 20, 2023 11:12 am

আলমগীর হোসেন সাগর : গাজীপুর জেলা প্রতিনিধি :-

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর মাথা ও কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে রয়েছে প্রচুর রক্ত বয়ে যাওয়ার ছাপ।আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবছুট এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।স্থানীয় কৃষক হাবিবুল্লাহ বলেন, ‘আজ সকাল ৯টার দিকে আমাদের গ্রামের কয়েকজন কৃষক জমিতে ধান রোপণ করতে যাচ্ছিলেন।

পথে গভীর গজারি বনের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।’গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন বলেন, ‘যেখানে মরদেহ পাওয়া গেছে, সেই জায়গাটি বেশ নির্জন। আজ রোববার সকালে স্থানীয় কৃষকেরা ধানখেতে কাজ করতে গেলে সেখানে লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমি শ্রীপুর থানার পুলিশকে অবহিত করি।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।’এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ধারণা করা হচ্ছে, নিহত যুবক কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকটি তালার চাবি রয়েছে। তবে তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। ধারালো অস্ত্রের পাশাপাশি ভোঁতা কোনো লোহার টুকরো দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।

কালিয়াকৈর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দৈনিক হালচাল নিউজ এর প্রকাশক ও সম্পাদক ডাঃ মনা চীন সফর শেষে আজ দেশে পদার্পণ।

ভেড়ামারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইজিবাইক চুরি ও চালক হত্যা মামলার ০১ জন পলাতক আসামি গ্রেফতার জাহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক‘ প্রাপ্তির ৫০ বছর পূর্তি।

কুষ্টিয়ায় র‌্যাবের মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় ভেজাল প্রসাধনী ক্রয়-বিক্রয়ের অভিযোগে একজন আটক

কাউনিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবসে র‍্যালি ও আলোচনা সভা।

পীরগাছা সরকারি কলেজের প্রথম অধ্যক্ষের যোগদান–

গতকাল স্বর্গীয়া রেভা দাশ গুপ্তা’র বার্ষিক ক্রিয়া সীতাকুণ্ড মন্দিরে সম্পর্ণ করা হয়েছে।

দিনাজপুরে সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুলের বিরুদ্ধে উকিল নোটিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক  —–আফনান মামুন চৌধুরী