সাগর এমদাত:-
নীল আকাশে রক্তিম আভা,
লাল ঝান্ডার সারিবদ্ধ অভিযান!
স্বতন্ত্র শোষণের পীড়নে চুক্ষ ছেড়ে ভূমিতে অশ্রু।
সাম্যবাদের মিছিলে অন্তঃসত্ত্বা মা!
মিছিলের তোপে ভূমিষ্ট শিশু,
কপালে অঙ্কিত লাল তারা!
প্রসূতির রক্তক্ষণে প্লাবিত বিল্পবীর উষ্কচরণ যূগল।
শিশুটির অবস্থান গণভবনের শীততাপ কক্ষে!
উত্তাল জনস্রোতে উপস্থিত সুবিধাভোগির একাংশ,
তারা হয়েছে লাল ঝান্ডার অশরীরী ডণ্ড;হাতিয়ার বানাতে অবস্থানরত বিল্পবী মায়ের ভূমিষ্ট শিশুটিকে।
নামকরণ করতে চায় রাষ্ট্র হিসেবে!
বিল্পবী মায়ের খরমেজাজ,
শিশুসমেত দাও পূর্ণাঙ্গ স্বাধীনতা!
আমার শিশু রাষ্ট্র নয়,সাম্যবাদের এক বলিষ্ঠ পুরুষ।
রাষ্ট্র চাই না,চায় বাক স্বাধীনতা!
হঠাৎ গর্জে ওঠে মিছিলের প্রাণ নবজাত শিশুটি,
বিদ্যাঙ্গন কর পবিত্র—ফিরে দাও বিজ্ঞানমুখী বই!
ছিড়ে ফেলো সনাতন প্রচলিত শিক্ষামতবাদ।
এনে দাও বাস্তবমুখী শিক্ষার কৌশল!
নইলে ইতিহাস,পদার্থ,রসায়ন চিবুয়ে তুষ করব।
ভক্ষণ করব সংবিধান;আমি বেকার হয়ে বাঁচব না!