নিজস্ব প্রতিবেদক: আশরাফুল ইসলাম সরকার:-
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা হাইওয়ে পুলিশের উদ্যোগ ওপেন হাউস ডে অনুষ্ঠিত।
বুধবার ০২ই আগষ্ট উপজেলার জৈনা বাজার উপশহর সুপার মার্কেটে বেলা ১২টায় মাওনা হাইওয়ে থানার এর উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল বাতেন সরকার,প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার ওসি কংকর কুমার বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনস্বার্থে দুর্নীতি দমনের তথ্য প্রকাশকালীন উপ পরিদর্শক ও সিনিয়ার সাংবাদিক আশরাফুল আলম সরকার আজকের পএিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাতুল মন্ডল,সাংবাদিক মেহেদী হাসান লিটন। মাওনা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার ইসহাক, জৈনা বাজার কমিউনিটি পুলিশের সভাপতি ও তরী চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টের পরিচালক সাদ্দাম হোসেন অনন্ত,জৈনা বাজার কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক রমজান আলী রুবেল।
আরও উপস্থিত ছিলেন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক জনস্বার্থে দুর্নীতি দমনে তথ্য প্রকাশ কারীনীর উপ পরিদর্শক আশরাফুল আলম সরকার জাতীয় শ্রমিক লীগের শ্রীপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আজহার হোসেন।আরোও উপস্থিত ছিলেন শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক, দেশ টিভি বাংলার বিশেষ প্রতিনিধি মোজাম্মেল হক, দৈনিক নতুন দিন পএিকার গাজীপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,জৈনা বাজারের ইজারাদার বাবুল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি গন।
উক্ত ওপেন হাউস ডে তে প্রধান অথিতি বলেন,মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা,বর্তমান সরকার ও মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোন প্রকার ঝুঁকি পূর্ণ যানবাহন মহা সড়কে চলাচল করতে পারবে না।যদি কোন চালক এই নিয়ম অমান্য করে মহা সড়কে চলাচল করে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্হা গ্রহণ করা হবে।
এসময় জৈনা বাজার কমিউনিটি পুলিশের সভাপতি সাদ্দাম হোসেন অনন্ত বলেন,ঝুঁকি পূর্ণ যানবাহন থেকে আমাদের বিরত থাকতে হবে, এবং সকল চালকদের উদ্দেশ্য বলেন,সবাই আইন মেনে চলতে হবে,আসুন আমরা সবাই আইন মেনে চলি,সুস্থ সুন্দর জীবন গড়ি।