Monday , 31 July 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

পুঠিয়ায় প্রতারণার শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ।

প্রতিবেদক
Staff Reporter
July 31, 2023 8:09 pm

মো: বাবলু আলী রাজশাহী:-

রাজশাহীর পুঠিয়ায় সুব্রত ঘোষ নামে হিন্দু যুবক প্রতারণা করে, এক মুসলিম যুবতি মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠেছে।আবার বিয়ের কয়েকদিন না যেতেই সে হটাৎ আত্নগোপনে চলে যায়।

এদিকে স্বামীর খোজে ওই মেয়ে সুব্রত ঘোষের বাড়ি এসে জানতে পারে সে হিস্দু। পরে ওই মেয়ে নিজেকে সুব্রত ঘোষের স্ত্রী দাবী করলে ওই পরিবারের লোকজন তাকে মারধর ও অপহরণ করার চেষ্টা করে। এ ঘটনায় ওই মেয়ে থানা পুলিশের আশ্রয় নিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৩০ জুলাই সন্ধ্যার দিকে উপজেলার রামজীবনপুর গ্রামে। অভিযুক্ত সুব্রত ঘোষ ওই এলাকার সুবল ঘোষের ছেলে। অপরদিকে প্রতারণার শিকার যুবতির নাম সাথী খাতুন (২৪)। তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার রানীনগর গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে।

ভুক্তভোগি সাথী খাতুন বলেন, তারা দুজনেই ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতো। সে সুবাদে প্রায় এক বছর আগে তাদের মধ্যে পরিচয় হয়। সুব্রত ঘোষ নিজেকে মুসলিম পরিচয় দিত। এদিকে কাজের সূত্রে দুজনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত দুই মাস আগে ঢাকায় একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়। আর বিয়ের এক মাস না যেতেই সুব্রত ঘোষ আত্নগোপনে চলে যায়। এরপর বিভিন্ন মাধ্যমে তার বাড়ির ঠিকানা সংগ্রহ করে রোববার সন্ধ্যায় পুঠিয়ায় সুব্রতর বাড়ীতে চলে আসে।

ভুক্তভোগি বলেন, এখানে আসার পর জানতে পারি সে হিন্দু। এ সময় তার বাড়ির লোকজন প্রথমে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর গ্রামবাসীর কাছে প্রতারণার বিচার চাইতে গেলে সুব্রত ঘোষের স্বজনরা তাকে অপহরণ করার চেষ্টা করে। বিষয়টি তিনি টের পেয়ে থানা পুলিশের আশ্রয় নেয়। এদিকে সুব্রত ঘোষ পলাতক থাকায় এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা যায়নি।

তবে স্থানীয়রা বলেন, গতকাল রোববার সন্ধ্যায় সুব্রত ঘোষ এর খোজে একটি মুসলিম মেয়ে আমাদের এখানে এসেছিল। পরে তাকে না পেয়ে মেয়েটি ফিরে গেছে। তবে মেয়েটি এখন কোথায় আছে তার জানা নেই। এ বিষয়ে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণার শিকার হয়ে ৩০ জুলাই রাতে এক যুবতি মেয়ে থানায় আশ্রয় নিয়েছেন। আজ সোমবার দুপুরে তিনি সুব্রত ঘোষ নামের এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা ওই মেয়ের পরিবারের সাথে যোগাযোগের চেস্টা করছি। পরিবারের কেও এলে তাদের জিম্মায় মেয়েটিকে দেয়া হবে। আর অভিযোগ তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কতৃত্ব নয় জনগনের সেবক হয়ে কাজ করতে চাই

ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ব্রীজ ভেঙ্গে বাস-ট্রাক খালে,

সাংবাদিক মিলনকে হত্যাকারী ড্রাম ট্রাকের চালক র‌্যাবের হাতে গ্রেফতার।

গাজীপুর মেট্রোপলিটন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গার আসনে মনোনয়ন ফরম কিনলেন আল মামুন।

কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

গাজিপুরে জোরপূর্বক জমি দখল।

গঙ্গাচড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই হবে এিমুখী।

দৈত্যাকৃতি গরু ‘লালমনি বাদশা-লম্বায় ৯ ফুট ওজনে ৩০ মন।

সিরাজগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও টাইসাইকেল বিতরণ