মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি:-
অদ্য ৩১/০৭/২০২৩ ইং তারিখ সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়,হবিগঞ্জ জনাব মোঃ আশাদুল হক স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,হবিগঞ্জ কর্তৃক আয়োজিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর মডেল থানাধীন আনোয়ারপুর এলাকা থেকে আনোয়ারপুর দক্ষিণ পাড়া নিবাসী মৃত আব্দুল বারিক এর ছেলে মোঃ জয়নাল আবেদীন(৪৮)কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৩(তিন) মাসের কারাদণ্ড ও ১০০(একশত) টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।