মো: নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি:-
অদ্য ২৭/০৭/২০২৩ইং তারিখ অপর # ডিএনসি_হবিগঞ্জ # মাদকবিরোধী_মোবাইল_কোর্ট _অভিযান সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ জনাব মোঃ আতাউর রহমান স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর মডেল থানাধীন কিবরিয়া ব্রীজ এর পূর্বপার্শ্বে নদীর পাড় এলাকা হতে মিরঘাট নিবাসী মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৯), নাতিরাবাদ নিবাসী মৃত আমিনুল হকের ছেলে মোঃ কাউছার আহম্মদ হৃদয় (৩০), ও ফারাদপুর নিবাসী মোঃ মাহাতাব আলী মন্ডল এর ছেলে মোঃ মিজানুর রহমান (২৪) কে গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।