গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:-
গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খাবার পানি সংকট নিরশনে বৃষ্টির পানি ধরে রেখে সারা বছর খাবার পানি সংরক্ষণের প্রকল্পে তিন হাজার লেটার যে কে পলিমার কোম্পানির প্রস্তুতকৃত পানির ট্যাংকি গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর এই সকল পানির ট্যাংকি টুংগীপাড়া ২ নং বর্ণী ইউনিয়ন এর ১-২-৩ ওয়ার্ল্ড সদস্য বিলকিস আক্তার এই সকল পানির ট্যাংকি যারা দামের বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে সাংবাদিক ভাইয়েরা সারজমিনে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায় ১ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তবিবুর রহমান পিতা মোহাম্মদ শামসুল হক শেখ গ্রাম মুন্সির চর দক্ষিণপাড়া তিনি জানায় যে পানির ট্যাংকি বাবদ আমার কাছ থেকে ৮ হাজার টাকা নিয়েছেন সাথে আরও সাক্ষী গন আছে আব্দুল মতিন সহ ওয়ার্ল্ড সদস্য পরিবারের কয়েকজন সদস্য টাকা নিয়ে যায় সকল কিছু জেনে আমরা তাহাকে অবহিত করি যে আপনি পানির ট্যাংকি বিক্রি করেছেন ৮ হাজার টাকা নিয়েছেন সে তখন বলে যে আমি টাকা নিচে পরে আবার অস্বীকার করে এমনতা অবস্থায় আমরা ২ নং বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মুঠোফোন আবহিত করি এবং বিষয়টা তাকে জানাই সে আমাদেরকে আশ্বস্ত করে যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোন প্রমাণ পেলে যথাযথো ব্যবস্থা নেওয়া হবে