Friday , 14 July 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

কোনাবাড়ী থানার এসআই সুমনকে মিথ্যা ঘুষের অভিযোগে ফাঁসানোর চেষ্টা।

প্রতিবেদক
Staff Reporter
July 14, 2023 7:24 pm

গাজীপুর প্রতিনিধি:-

গাজীপুর কোনাবাড়ী জয়েরটেক ১১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আকসদ আলী পেশা কৃষি তার দুটি গরু হঠাৎ অসুস্থ হয়ে যায়, এবং মুখ দিয়ে লালা জুড়তে থাকে,, পরে সে শুক্রবার সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী আমবাগ পশ্চিম পাড়া ১০ নং ওয়ার্ড এলাকার ভেটেরিনারী মালিক মোঃ সোলায়মান এর কাছ থেকে কিছু ঔষধ নিয়ে যান খাওয়ানোর পরের দিন শনিবার সকালে আনুমানিক দশটার সময় তার একটি গরু মারা যায়,, ঐ দিনই বিকালে আরেকটি গরু মারা যায় ,এরপর আকসদ আলীর ছেলে সজীব সন্ধ্যার দিকে গরুর ক্ষতিপূরণের দাবী করে কোনাবাড়ী থানায় ২ টি গরুর জন্য থানায় এসে অভিযোগ দায়ের করেন , অফিসার ইনচার্জ (ওসি) তাদেরকে দুটি গরুর মৃত দেহ কোথায় আছে জিজ্ঞেস করলে তারা জানায় যে,গরু দুটি নদীতে ভাসিয়ে দিয়েছেন।

ওই অভিযোগের ভিত্তিতে পরের দিন রোববার সন্ধ্যায় কোনাবাড়ি থানার উপ পরিদর্শক এসআই জামিউল হাসান ওরফে সুমন ভেটেরিনারী মালিক মোঃ সোলায়মান কে আটক করে থানায় নিয়ে যান,, পরে বাদী এবং বিবাদীকে আপোষ করার জন্য এসআই সুমন মোঃ সোলায়মান কে ছেড়ে দেয়,,গরুর মালিক আকসদ আলী ও তার ছেলের সজীব বলেন ভেটেরিনারি মালিক মোঃ সোলায়মান সোমবার থানার পাশে এক দোকানে বসে মোহাম্মদ আকসদ আলীকে এবং তার ছেলে সজীবকে এক লক্ষ টাকা দিয়ে তারা নিজেরা মীমাংসা করেন,, এবং সেখানে এসআই সুমন ছিলোনা,,

[ DHAKA MAlL 24] অনলাইন নিউজ পোর্টালে, তাহলে কেন এসআই সুমন কে ঘুষ নেওয়ার অভিযোগ দেওয়া হয়েছে,, এবং সোলাইমানের ঔষধ যদি সঠিকই হতো তাহলে সে কেনই বা এক লক্ষ টাকা সজীব কে জরিমানা দিতে হলো,,এখানে প্রমাণ হয় যে ঔষধ কোন ভেজাল ছিল বা তার কোন ভুল চিকিৎসার কারণে গরু মারা যায়,, এবং সেই মৃত গরুর ক্ষতিপূরণ না পেলেও তদন্ত কর্মকর্তা এসআই জামিউল হাসান ওরফে সুমন ঔষধ বিক্রিতাকে ভয়ভীতি দেখিয়ে নিয়েছে ৩২ হাজার টাকা আরো 15 হাজার চাইছে সঠিক প্রমাণ কেউ দিতে পারেনি,, তাহলে এখানেই বোঝা যাচ্ছে এস আই সুমনকে ঘুষের অভিযোগে ফাঁসানো হচ্ছে , এ বিষয়ে ডাক্তারের কাছে জানতে চাইলে ডাক্তার বলেন , আমি মানসিক টেনসনে আছি কাকে কি বলছি আমি বলতে পারিনা কিন্তু আমি এস আই সুমন স্যারকে কোন টাকা পয়সা দেই নাই এ সমস্ত কথা যদি কেউ বলে থাকে মিথ্যা ও বানোয়াট।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংস্কৃতিক উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের অংশগ্রহণ রংপুরে

উদযাপিত করা হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী 

পিবিআই বাগেরহাট জেলার আয়োজন ওয়ার্কশপ অনুষ্ঠিত।

দিনাজপুর-৬ আসনে এমপি শিবলী সাদিকের মনোনয়নপত্র দাখিল

রংপুর মেডিকেলে হিমঘরের ফ্রিজ নষ্ট, লাশে পচন

বাংলা নববর্ষে পীরগাছা উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার —

হলফনামা (নাম ও জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত)

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

পার্বতীপুরে ভূমি দস্যুর ছূরিকাঘাতে এক বৃদ্ধ নিহত।

দিনাজপুরের বেদানা লিচু ফ্রান্সে রপ্তানির ক্ষেত্রে সাফল্যের মুখ দেখেছে।