ঝালকাঠি প্রতিনিধি :-
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, মানব জমিন ও একাত্তুর টেলিভিশনের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার বিচার দাবীতে ঝালকাঠি জেলার সকল সাংবাদিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালিত করেছে। রবিবার সকালে ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ের সাম্মুখের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা যমুনা টিভির জেলা প্রতিনিধি দুলাল সাহা, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা, এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম মোতালেব হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, সাংবাদিক আতিকুর রহমান, মানিক আচার্য্য ও এম এম রাজ্জাক বক্তব্য রাখেন।
মানববন্ধনে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনকি সম্পাদক খালিদ তালুকদার, কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক এজিএম মিজানুর রহমান, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক রুবেল হোসেন, সাংবাদিক উজ্জল হোসেন, গাজী গিয়াস উদ্দিন সাংবাদিক ইমাম বিমান , আরিফুর রহমান রায়হান সহ সর্বস্থরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িত প্রত্যক খুনীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমূখী করার ও স্বাধীনতার পর থেকে এ যাবত খুনের শিকার হওয়া সকল সাংবাদিকদের অবিলম্বে বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন বা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করার দাবী জানান।