টুটুল তালুকদার//গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় রাহাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে গাজীপুরে মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।জানা যায়, রাহাত তার মা রোখসানা আক্তার ও বাবা সাইফুল ইসলামের সঙ্গে টঙ্গীতে থাকত।
মা-বাবার সঙ্গে ময়মনসিংহ গফরগাঁওয়ে গ্রামের বাড়ি যাচ্ছিল। টঙ্গী থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাস থেকে মাওনা চৌরাস্তা এলাকায় নামে তারা। এরপর রাহাত তার মায়ের হাত ধরে রাস্তা পাড় হতে থাকে হঠাৎ সে মায়ের হাত ছেড়ে দৌড় দিলে তখনই একটা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় চালক ফারুক হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।