মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধিঃ-
বর্তমান সরকারের আমলে আমরা সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সহ সভাপতি, চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায় বলেছেন বর্তমান সরকারের আমলে আমরা সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছি। আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি ইউনিয়নে এই সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মনখুলে ধর্ম পালন করছে।
১৪ জুন বুধবার খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠানে ও অষ্ঠকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে পরিদর্শনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শ্রী জ্যোতিষ চন্দ্র রায় দিনাজপুর (চিরিরবন্দর-খানসামা)-৪ আসনের আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী হয়ে তিনি গ্রামে-গঞ্জে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। তিনি দলের দূর্দিনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি ভক্তদের মাঝে বলেন, আমি দল করি। দলের সিদ্ধান্ত এবং জননেত্রী শেখ হাসিনা উক্ত আসনে আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে আমাকে তিনি মনোনয়ন দিতে পারেন। আপনারা তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য এই যজ্ঞ অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা করবেন।