স্টাফ রিপোর্টার মাটি মামুনঃ-
গতকাল ১১জুন রবিবার দিবাগত রাত ১১টার দিকে রংপুর নগরীর সর্দার পাড়া এলাকার ইয়াবা ব্যবসায়ী শরিফ এর বসত বাড়ি থেকে মাদকদ্রব্য ইয়াবা সেবন কালে ২০ পিচ ইয়াবা ও শরিফ সহ ৪ জন কে আটক করেন ধাপ ফাঁড়ির ও কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন সর্দার পাড়া এলাকার মৃত্যু শফিউদ্দিন এর পুত্র(১) শরিফ আহমেদ(৩৫) একই সাইফুল ইসলাম এর পুত্র(২) জাহিদ(২৫) (৩)সুজন(৪০) ৪হোটেল জামাল(৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে শরিফ মাদকদ্রব্য ফেন্সিডিল গাঁজা ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত তার নামে লালমনিরহাটে মাদকদ্রব্যের মামলা তিন টি ও রংপুরে ১০ টি মাদকদ্রব্য মামলা আছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ধাপ ফাঁড়ি ও কোতোয়ালি থানার এস আই তরিকুল ও তার সঙ্গীয় ফোর্স এ সময় শরিফ এর বসত বাড়ি থেকে মাদকদ্রব্য ইয়াবা সেবন কালে ২০ পিচ ইয়াবা সহ তাদের কে আটক করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সর্দার পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা বলেন এই মাদক ব্যবসায়ী শরিফ ও তার মাদক সেবন কারি দের উপ্তাতে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। তার নামে একাধিক মাদক ব্যবসায়ী মামলা থাকার পরও সে কি ভাবে জামিনে বের হয়ে পুনরায় শুরু করে মাদক ব্যবসা। এবিষয়ে রংপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত শাহআলম সরকার বলেন গতকাল রাতে শরিফ এর বসত বাড়ি থেকে মাদকদ্রব্য ইয়াবা সেবন কালে ২০ পিচ ইয়াবা ও শরিফ সহ ৪ জন কে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন মাদক সেবন কারি অন্য দুজন মাদক ব্যবসায়ী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।