টুটুল তালুকদারঃ-গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের (সাধারণ-সম্পাদক) ও ১০ নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর খলিলুর রহমান এম এ পক্ষ থেকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করছেন। গত শনিবার তাঁর কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
নেতৃত্ব দেন গাজীপুর মহানগর, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের (সভাপতি) এডভোকেট আব্দুর রহমান মাষ্টার,কোনাবাড়ী থানা (যুগ্ম সাধারণ-সম্পাদক) শেখ আফসার উদ্দিন কোনাবাড়ী থানা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন পিলু,কোনাবাড়ী থানা আওয়ামী লীগের (উপদেষ্টা) ডা.দেলোয়ার হোসেন (দুলু),কোনাবাড়ী থানা আওয়ামী লীগ (দপ্তর সম্পাদক), কোনাবাড়ী থানা আওয়ামী লীগের (কার্যনির্বাহী সদস্য) শাহ আলম সরকার, ১০ নং ওয়ার্ড (সভাপতি) হায়েত আলী মেম্বার ও (সাধারণ-সম্পাদক) তোফাজ্জল হোসেন, রিপন মাহমুদ, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যনির্বাহী সদস্য) মনিরুজ্জামান মনির, ১০ নং ওয়ার্ড কৃষক লীগ (সভাপতি) দেলোয়ার হোসেন, গাজীপুর সিটি ৯ নং ওয়ার্ড (সাধারণ-সম্পাদক) আনিছুর রহমান মাষ্টার,কোনাবাড়ী থানা তাঁতী লীগ (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী ফারুক হোসেন, কোনাবাড়ী থানা আওয়ামী যুবলীগের (সাধারণ-সম্পাদক) পদপ্রার্থী শামীম মহাসিন, আমবাগ আনন্দ একতা যুব সংঘ (সভাপতি) হাসান সরকার, (সাধারণ-সম্পাদক) টুটুল তালুকদার সহ রাজীব, জাহিদুল ইসলাম (বাবু), শাকিল, সুজন আরো অনেকে উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক উপ ক্রিয়া বিষয়ক সম্পাদক সালমানুর রহমান জয় এর নেতৃত্বে ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের (সভাপতি) প্রার্থী মোহাম্মদ শুভ আহমেদ ও (সাধারণ-সম্পাদক) প্রার্থী আশিকুর রহমান নূর, আওয়ামীলীগের ইউনিট কমিটির সাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাসুদ জাফর, কোনাবাড়ী থানা মৎস্যজীবী লীগ প্রচার ও প্রকাশনার সম্পাদক আসিফ সরকার।