Sunday , 11 June 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুর কারাগারে দু’মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু।

প্রতিবেদক
Staff Reporter
June 11, 2023 5:19 pm

মাটি মামুন রংপুর:-

রংপুর কারাগারে দু’মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু রংপুর কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে দু-মাসের সাজাপ্রাপ্ত এক আসামি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত-ঐ যুবকের নাম মোঃ আবু সাঈদ চৌধুরী (৩৫),সে মিঠাপুকুর উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের পূর্ব চূহড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, রবিবার (৪-জুন) আবু সাঈদ চৌধুরী নামে ঐ কয়েদি মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে দু-মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। কারাভোগ করাকালীন সময়ে বুধবার (৭-জুন) রাতে বুকের ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

রবিবার (১১-জুন) বিকাল আনুমানিক তিনটার সময় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। মৃত-আবু সাঈদ চৌধুরীর চাচাত ভাই রুস্তম আলী জানান,আবু সাঈদকে গতরাতে হাসপাতালে ভর্তি করার কথা আমরা শুনতে পেরেছি,তবে কিভাবে তার মৃত্যু হলো এ পর্যন্ত আমরা জানিনা। এ বিষয়ে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ মাহবুবর রহমান মাহবুবজানান,কিভাবে তার মৃত্যু হলো বিষয়টি এখনো আমি সঠিক ভাবে জানিনা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আবু সাঈদ নামে ঐ যুবক মাদক কারবারি ছিলো। নসে হেরোইনের ব্যবসা করতো। তাকে গ্রেফতার করা হলে ভ্রাম্যমান আদালত দু মাসের কারাদণ্ড প্রদান করেন। কারা সূত্রে জানা গিয়েছে, আজ (১১-জুন) চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। লাশের পোস্ট মর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্য আবু সাঈদ এর মা সাজেদা বেগম( ৬৪) বলেন আমার ছেলে কে চিকিৎসার অভাবে মেরে ফেলেছে। তার হার্ডের কোনো সমস্যা ছিলোনা সে কি ভাবে স্ট্রক করলো।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পরলো ট্রাক, আহত দুই

টঙ্গীর শ্রমিক নেতা শহিদুল হত্যার অন্যতম আসামি রাসেল গ্রেফতাার।

মৌসুমের শুরুতেই রংপুরের বাজার সয়লাব হয়ে গেছে হাঁড়িভাঙ্গা আম।

মহিপুর তিস্তা সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে পুষ্পস্থবক বিনম্র শ্রদ্ধা

গাজীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।

দৈত্যাকৃতি গরু ‘লালমনি বাদশা-লম্বায় ৯ ফুট ওজনে ৩০ মন।

রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

দিনাজপুরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাফিজা শারমিন সুমি’র একক সঙ্গীত সন্ধ্যা ” গানে গানে কিছুক্ষণ “

গাজিপুরে জোরপূর্বক জমি দখল।