মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-
১১ জুন রোববার দিনাজপুরের ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন ভারত পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ডাঃ রেশমী কামাল আইএএস। তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্ট্রি ও দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, এজেন্ট রনজিৎ কুমার সিংহ ও সদস্য ডাঃ ডিসি রায়।
এসময় উনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা পরিচালক (গ্রেড-১) মোঃ আব্দুল বারীক, ভারতের পশ্চিমবঙ্গ এর উপ-পরিচালক (সার্ভে) মিসেস সুমি বিশ^াস, চিফ অফিসার শ্রী বিদেশ নাইয়া, ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আরিফ পাশা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) মুহাঃ মনিরুজ্জামান, দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামসুল আযম, দিনাজপুর সদরের এসি ল্যান্ড সাথী দাস, কাহারোল উপজেলা এসিল্যান্ড মাইদুল ইসলাম। অতিথিবৃন্দ প্রথমে কান্তনগর প্রতœতাত্ত্বিক জাদুঘর, কান্তনগর গেস্ট হাউজ পরিদর্শন শেষে ঐতিহাসিক কান্তজির মন্দির পরিদর্শন করেন। তিনি শ্রী শ্রী কান্তজিউ ও রুকিনী দেবীর বিগ্রহ দর্শন করেন। রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানায়।