মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-
গত মঙ্গলবার রাত্রি দশটায় ফুলবাড়ী- বিরামপুর সড়কের বারকোনা মোড়ে ক্ষত বিক্ষত একটি মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দিলে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় রাখে।মরদেহটি কেউ সনাক্ত করতে না পারায় ময়নাতদন্তের জন্য পরের দিন বেওয়ারিশ হিসেবে দিনাজপুর মর্গে প্রেরণ করে।
অবশেষে সেই মরদেহটি সনাক্ত করেন তার পরিবারের লোকজন।শুক্রবার পর্যন্ত দিনাজপুর মর্গেই ছিল এই হতভাগার লাশটি। নাম তার বাবু,বয়স ৩৫।সে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গোপালপুর- (বিহারীরডাঙ্গা)’র রাজমিস্ত্রি সৈয়দ আব্দুর রহিমের বড় পুত্র। পিতা আব্দুর রহিম জানান,আমার বড় ছেলের মরদেহটি কেউ সনাক্ত না করায় বেওয়ারিশ হিসেবে দাফন করার জন্য আঞ্জুমান মফিজুলে দেয়ার প্রক্রিয়া করছিল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।পরবর্তীতে আমি সনাক্ত করে শুক্রবার জুম্মার নামাজের পরেই পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করি।
তিনি দাবি করেন,তার ছেলে পরকীয়ার বলি হয়েছে।আমার পুত্রবধূ ইতিপূর্বে একাধিক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায়।এই বিষয়গুলি মেনে নিতে পারেনি আমার ছেলে। যার জন্য পথের কাঁটা ভেবে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা চলছে।আমি এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করব। আমি আশা করব,সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করে সঠিক ঘটানো উন্মোচন করবেন।