Saturday , 10 June 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং মুক্ত মঞ্চ স্থাপন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত।

প্রতিবেদক
Staff Reporter
June 10, 2023 12:40 pm

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে জোটভুক্ত সদস্যদের নিয়ে “সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিসহ প্রতিটি উপজেলায় মুক্ত মঞ্চ করার দাবী নিয়ে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা কমিটির সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সহ সভাপতি আসাদুল্লাহ সরকারসহ নাট্য অধ্যক্ষ তরিকুল আলম, নবরূপীর সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক সত্য ঘোষ, বিশিষ্ট শিক্ষাবীদ শফিকুল ইসলাম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, বাংলাদেশ ইতিহাস সম্মিলন পরিষদের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক বিধান দত্ত, দোলনচাপা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, সদস্য জয়ন্ত ঘোষ, সুইহারী চেহেলগাজী সংগীত নিকেতনের পরিচালক সনদ চক্রবর্তী লিটু, আমাদের থ্রিয়েটারের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বৈকালী নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, শিল্পী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফেরদৌস আর রহমান, অম্বিকা সাংস্কৃতিক পরিবারের সভাপতি মোসাঃ মাসুদা খাতুন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ডোফুরা) পাতা সাহিত্য পরিষদ দিনাজপুরের সভাপতি ওয়াসিম আহম্মেদ শান্ত, কবি আবুল হোসেন আকন্দ, এসএস মিউজিক ল্যাব এন্ড একাডেমির পরিচালক মোঃ সারোয়ার হোসেন, ভৈরবী শিশু শিল্পী রেজওয়ান রহমত উল্লাহ রোজা ও মিনহাজ উল মহিব মিন্ময়।

বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে জাতীয় মূল বাজেটে একভাগ সংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধির আন্দোলন করে আসছি অথচ আমাদের দাবী উপেক্ষা করে প্রতিবছরের ন্যায় এবারেও জাতীয় বাজেটে সরকার সংস্কৃতিক খাতে বাজেট বৃদ্ধি করেন নাই। আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে এ দেশকে সারা বিশে^র কাছে তুলে ধরেছে এই সাংস্কৃতিক কর্মীরা অথচ সাংস্কৃতিক কর্মীদের কোনো মূল্যায়ন হয় না। আমরা দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিসহ প্রতিটি উপজেলায় মুক্ত মঞ্চ স্থাপনের জোর দাবী জানাচ্ছি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রহমত।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গ্রহীতা, তাঁরা তাঁদের নিজেদের পছন্দ অনুযায়ী ভাইভা বোর্ডে চাকরিপ্রার্থীদের প্রশ্ন করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন।

যশোর জেলা অভয়নগর উপজেলায় ৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস -২০২৩ উদযাপন করা হয়।

মধুপুরে দ্বাদশ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ২টি পরিবারে মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ।

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নিসচা উত্তর জেলা শাখার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

রংপুরে কাউন্সিল কতৃক সাংবাদিক এর উপর হামলা।

পিবিআই বাগেরহাট জেলার আয়োজন ওয়ার্কশপ অনুষ্ঠিত।

আজ বাপ্পি লাহিড়ীর ব্যবহত সোনার মালিকানা ৩০ মার্চ ২০২৪ ৩ঃ ৪৮ অপরাহু এখন কার কাছে

পঞ্চগড় এ এক পুলিশ কনস্টেবলের আত্মহত্যা,।