Thursday , 8 June 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

গাজীপুরের কাপাসিয়া থানায় বখাটেদের হাতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর ছাত্র গুরুতর আহত।

প্রতিবেদক
Staff Reporter
June 8, 2023 6:51 pm

আব্দুল মোমিনঃ-গাজীপুর মহানগর প্রতিনিধিঃ-

গাজীপুরের কাপাসিয়া থানায় বখাটেদের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর ছাত্র গুরুতর আহত। কাপাসিয়া থানায় জুনিয়া গ্রামের মোঃ আব্দুল মালেক বিডিয়ার এর ছেলে, মেহেদী হাসান সাকিব (২৪) মেহেদী হাসান সাকিব গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

ঘটনার সূত্রে জানা যায়, পানি তোলার মোটর চুরি করা কেন্দ্র করে এই ঘটনা ঘটে। মেহেদী হাসান সাকিব এর চাচাতো ভাই এর শশুর বাড়ি, রায়াত ইউনিয়নে কাঠের কাজ এর জন্য একই গ্রামের মোঃ রাজু আহমেদ এর ছেলে মোঃ মেহেদী আহমেদ ও রকিকে কাজ করার জন্য পাঠানো হয়। মেহেদী আহমেদ ও রকি টানা তিন দিন কাজ করে এই বাড়িতে। কাজ শেষে বাড়িতে ফেরার সময় মোঃ মেহেদী আহমেদ, ও রকি আহমেদ, এই বাড়িতে থেকে পানি তোলার মোটর চুরি করে নিয়ে আসে। এই বিষয়ে আহত মোঃ মেহেদী হাসান সাকিব এর চাচাতো ভাই মোঃ জাহিদুল ইসলাম জানতে পারে এই মোটর টি রানা,,ও মেহেদী চুরি করে আনছে।

ভুক্তভোগী মেহেদী হাসান সাকিব ও তার চাচাতো ভাই সাহিদুল ইসলাম,এই চুরির বিষয়ে রানা,ও মেহেদীর কাছে কথা বলার জন্য গেলে এক পর্যায় কথা কাটাকাটি হয়। ভুক্তভোগী মেহেদী হাসান সাকিব ও সাহিদুল ইসলাম চলে আসার সময়, বখাটে রানাও মেহেদি হাসান সাকিবকে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। ও মেহেদী হাসান সাকিব এর চাচাতো ভাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ভুক্তভোগী মেহেদী হাসান সাকিব এর চাচাতো ভাই ওর কাছে (৩০০০০০) টাকা ছিলো ও ভুক্তভোগী মেহেদী হাসান সাকিব এর কাছে মোবাইল ফোও ১০ হাজার টাকা ছিলো। এগুলো বখাটে রানা আহমেদ ও মেহেদি আহমেদ জোর করে কেড়ে নিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় বখাটে রানা আহমেদ ও মেহেদি আহমেদ।

বখাটে রানা আহমেদ ও মেহেদি হাসান,, জুনিয়া গ্রামের, রাজু আহমেদ এর ছেলে। ঘটনা পরিদর্শন করে জানা যায় রানা ও মেহেদী এলাকার কিশোর গ্যাং এর সদস্য। তারা মানুষের বাড়িতে কাঠ মিস্তিরি কাজ করে। কাজ শেষে বাড়িতে ফেরার সময় তারা অনেক কিছু টাকা পয়সা গহনা চুরি করে পালিয়ে নিয়ে আসে। তাদের এটাকে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সাথে ঝামেলায় জড়ায়।এই বিষয়ে ভুক্তভোগী মেহেদী হাসান সাকিব এর সাথে কথা বললে জানা যায় বখাটে রানা আহমেদ, ও মেহেদি আহমেদ এর যেনো কঠিন শাস্তি হয়। এই বিষয়ে এখনো থানায় ডায়েরি করা হয়নি, আগামীকাল ডায়েরি হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পীরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে–

আখেরি মোনাজাত শেষে সড়কে মানুষের ঢল

উত্তরবঙ্গে পাট চাষের ফলন ভালো হলেও অনাবৃষ্টিতে বিপাকে পাটচাষীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঢাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের  আশেপাশের এলাকার রাস্তাগুলোর যানজট একটু বেড়েছে 

মায়ের শ্রদ্ধাঞ্জলি বিকাশ দাসগুপ্তের।

পীরগাছায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ।

রাজ আসায় ঘরের দরজা না খোলার কারণ জানালেন পরী।

কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)৫৮ তম প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠিত

কাউনিয়ায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ।

গাজীপুরে তিতাসের আঞ্চ‌লিক বিপণন ডি‌ভিশনের আ‌য়োজ‌নে মতবিনিময় সভা।