মাটি মামুন রংপুর:-
যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলামকে সরকারি চাকরি আইন-২০১৮ এর বিধান অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই আদেশ ৬ জুন থেকে কার্যকর হবে। এর আগে ৫ জুন গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা থেকে জানা গেছে, পীরগঞ্জ এলাকায় আরিফুল ইসলামের সঙ্গে একই এলাকার লালয়া আরজুমান বানু পাপ্পুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই আরিফুল ইসলাম ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। আরজুমান বানু যৌতুক দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে আরজুমান বাবার বাড়ি চলে যান। সেখানে গিয়েও আরিফুল ইসলাম যৌতুক দাবি করেন। না দেওয়ায় আরজুমানকে হত্যার চেষ্টা করেন।