মাটি মামুন রংপুর:-
রংপুরের বদরগঞ্জে গরমে থেকে বাঁচতে পুকুর গোসল করতে নেমে তনজিরুল (৫) ও মনির হোসেন (৬) নামের দুই শিশুর মৃত্যু গেছে। গতকাল শুক্রবার (২ জুন) বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের সাতঘরিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, তীব্র গরম সহ্য করতে না পেরে শুক্রবার বিকেলে পুকুরে গোসল করতে নামে স্থানীয় সোহেল মিয়ার শিশু সন্তান মনির হোসেন ও আউয়াল হোসেনের পুত্র তানজিরুল হক। সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায় তারা।
পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকলে খবর আসে তারা ওই পুকুরে নেমেছিল। পরে পুকুর থেকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বদরগঞ্জ হাসপাতালের চিকিৎসক রোকসানা পারভিন বলেন, ওই সময় আমার ডিউটি ছিল না। তবে আমি জেনেছি মৃত্যু অবস্থায় শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের মৃত ঘোষণা করে পরিবারের কাছে দেয়া হয়।