মাটি মামুন রংপুর:-
রংপুরের মিঠাপুকুর উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ মে) সোমবার বিকালে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও কৃষি বিপনন কেন্দ্র রংপুরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী ভূমি কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল,কৃষি বিপনন অধিদপ্তরের উপ-পরিচালক শামছুর রহমান,উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার,ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা জেসমিন,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন,মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান সহ প্রমূখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদুল ইসলাম মুকুল ও মিঠাপুকুরে হাড়ি ভাঙ্গা আম রোপনের অন্যতম পুরোধা আব্দুস সালাম আগামী মাসের ২০ তারিখ থেকে হাড়িভাঙ্গা আম বাজারজাত করতে পারবে ব্যবসায়ীরা।