নিজস্ব প্রতিবেদন:-
৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল ভাই বিপুল ভোটে জয়ী হয়ে তিনি জনগণকে বলেছেন অত্র ৪৭ নং ওয়ার্ডের যা বলি তা তিনি তা মেয়রের মাধ্যমে যাতে রাস্তাগুলো কমপ্লিট করা হয় তার জন্য ব্যবস্থা করবেন এবং উক্ত ওয়ার্ডের অবহেলিত জনগণের জন্য যে ৫৫ ডোবা নালা গুলো ছিল পরিষ্কারের ব্যবস্থা করে দিবেন তিনি আরো বলেছেন৷ আমাকে আপনারা বারবার কাউন্সিলর হিসাবে নির্বাচিত করলে আমি আপনাদের জন্যই কাউন্সিলর অফিস অত্র ৪৭ নং ওয়ার্ডের প্রতিটা জনগণের জন্য এক মিনিটের জন্যেও বন্ধ থাকবে না আমার অফিস 24 ঘন্টা ৪৭ নং ওয়ার্ডের জনগণের জন্য খোলা থাকবে যার যখন সমস্যা হবে যেকোনো সমস্যায় দিন আর রাত নয় যে কোন টাইমে আমাকে স্মরণ করবেন আমি আপনাদের সামনে হাজির হব আপনাদের সেবায় নিজেকে সারাক্ষণ নিয়োজিত রাখবো।